Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নরসুন্দা লেকসিটি
স্থান

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজ এর সম্মুখভাগে এই নরসুন্ধা লেকসিটি অবস্থিত। 

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজ এর সম্মুখভাগে এই নরসুন্ধা লেকসিটি অবস্থিত। গাইটাল বাস স্ট্যান্ড হতে রিক্সা বা অটোরিক্সা করে বটতলা বা গুরুদয়াল সরকারি কলেজ আসতে হবে।

যোগাযোগ

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজ এর সম্মুখভাগে এই নরসুন্ধা লেকসিটি অবস্থিত। 

বিস্তারিত

কিশোরগঞ্জবাসীর স্বপ্নের নরসুন্দা লেকসিটি শহরের বুক চিরে অবস্থিত। শহরের মধ্য দিয়ে এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী ঘিরে রয়েছে নানা উপাখ্যান। তা জীবন্ত করে তোলার লক্ষ্যে মৃতপ্রায় নরসুন্দা নদী ঘিরে তৈরি হয়েছে এই লেকসিটি। এই লেকসিটির মধ্যে নির্মিত ৫টি দৃষ্টিন্দন সেতু ইতিমধ্যে শহরের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। আখড়াবাজারে দৃষ্টিনন্দন সেতুর কাছে স্বাধীনতা চত্বরে প্রায় দিনই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। গুরুদয়াল সরকারি কলেজ থেকে গৌরাঙ্গবাজার সেতু পর্যন্ত নদী-তীরবর্তী হাঁটার সড়ক শহরবাসীকে শরীর ও মন সতেজ রাখার সুবিধা দিয়েছে। এ ছাড়া গৌরাঙ্গবাজার সেতু সংলগ্ন নদীর পাড়ে পার্কের কাজ চলছে।

এটি শহরবাসীর বিনোদনে বাড়তি আনন্দ জোগায়। নরসুন্দার বড়পাড়ে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের পুকুর, ভাসমান মুক্তমঞ্চ, পর্যবেক্ষণ টাওয়ার এখনই মানুষের পদচারণায় মুখর। কিশোরগঞ্জ শহরে বিভিন্ন আবাসিক হোটেলে আবাসনের ব্যবস্থা রয়েছে। শহরের ক্যাসেল সালাম, গাংচিল এবং হোটেল উজানভাটি, হোটেল শ্রাবনী, হোটেল আলমোবারকসহ আরো অনেক আবাসিক হোটেল রয়েছে।