শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজের পাশে হারুয়া নামক স্থানে অবস্থিত।
শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজের পাশে হারুয়া নামক স্থানে অবস্থিত। কিশোরগঞ্জ শহরের গাইটাল অথবা বত্রিশ বাস স্ট্যান্ড এসে রিক্সা বা অটোরিক্সায় খুব সহজেই ঐতিহাসিক পাগলা মসজিদ এ আসা যায়।
শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজের পাশে হারুয়া নামক স্থানে অবস্থিত। কিশোরগঞ্জ শহরের গাইটাল অথবা বত্রিশ বাস স্ট্যান্ড এসে রিক্সা বা অটোরিক্সায় খুব সহজেই ঐতিহাসিক পাগলা মসজিদ এ আসা যায়।
আধূনিক স্থাপত্য শৈলীতে নির্মিত পাগলা মসজিদটি নানা ধরণের ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা হিসেবে খ্যাত। জনশ্রুতি আছে যে, পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাঁকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকূল সমবেত হন। উক্ত পাগলের মৃত্যুর পর তাঁর সমাধির পাশে পরবর্তীতে এই মসজিদটি গড়ে উঠে তাই কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিত হয়। মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীর কাছেই নয়, সকল র্ধমাবলমবীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিগণিত। অনেকের বদ্ধমূল বিশ্বাস যে, কেহ সহি নিয়তে এ মসজিদে দান খয়রাত করলে তার ইচ্ছা পূর্ণ হয়। এটি কিশোরগঞ্জ শহরের হারুয়া নামক এলাকায় অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস