ইতিহাসখ্যাত বীর বারভূঞা প্রধান মসনদে আলা ঈশা খা, বাংলা সাহিত্যের আদি মহিলা কবি চন্দ্রাবতী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও সাহিত্যিক নিরোদ সি. চেৌধুরী , মুক্তিযদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সহ অসংখ্য কীর্তিমান পুরুষ ও মহিলার স্মৃতিধন্য জন্মভূমি এ কিশোরগঞ্জ। উনবিংশ শতাব্দীর প্রথমভাবে কিশোরগঞ্জ নামকরণ হয়েছে। বিখ্যাত প্রামানিক পরিবারের প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস প্রামানিকের ৬ষ্ঠপুত্র ব্রজ কিশোর প্রামানিক নরসুন্দা নদীর দুই তীরে ’’গঞ্জ” প্রতিষ্ঠা করেন। ব্রজকিশোর প্রামানিকের ‘কিশোর’ এবং তার প্রতিষ্ঠিত ‘গঞ্জ’ এ দুইয়ের সমন্বয়ে জনপদের নাম কিশোরগঞ্জ । অনুসন্ধানে জানা যায়, ১৮৪৫খ্রি: থেকে ১৮৬০ খ্রি: এ ১৫ বৎসরেরযে কোন এক সময় কিশোরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়েছিল। অত:পর ১৯৮৪ সালে উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস