এলাকার বিদ্যানুরাগী ও সর্বস্তরের মানুষের অক্লান্ত ও আন্তরিক পরিশ্রম ও মাইজখাপন ইউনিয়ন পরিষদের তৎকালীণ চেয়ারম্যান বর্নাঢ্য ও সমাজ সেবক মরহুম হাজী মোমতাজ উদ্দিন ভুইয়ার আর্থিক সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ইতিহাস ১৯৬২ সনের ২৩শে জুলাই ৬০ ফুট লম্বা ১৮ ফুট প্রস্থ বেড়াহীন একটি টিনের চালা ঘরে হাজী মোমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত নিবারন চন্দ্র চক্রবর্তী।
জেএসসিঃ ২০১০-৪৮.৮%, ২০১১-৫৯.৮২%।
এসএসসিঃ
২০০৭-৪০.৪৭%,
২০০৮-৮৯.০৩%,
২০০৯-৬৬.১২%,
২০১০-৪৭.৬১%,
২০১১-৭০.৮৯%
নাই
নাই
বিদ্যালয়টি কলেজ শাখায় উন্নিত করার পরিকল্পনা রয়েছে।
নীলগঞ্জ রেল ষ্টেশন- নীলগঞ্জ-কিশোরগঞ্জ ।
EMAIL: MomtazUddinSchool@gmail.Com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস