সংক্ষিপ্ত বর্ণনা : | বিদ্যালয়ের জমির পরিমান ৫ একর ৫২.৫০ শতাংশ, ১১টি শ্রেণীকক্ষ, ০৩ কক্ষ বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন ১টি ,ছোট বড় পুকুর ০৫টি , শিক্ষার মান মানসম্মত। পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। খেলাধূলা ও সহপাঠক্রমিক কার্যক্রম ও সন্তোষজনক।গার্ল- ইন- স্কাউট, বয়েজ স্কাউট, রেডক্রিসেন্ট ,ডিবেট ক্লাব ও অন্যন্য সহপাঠক্রমিক বিষয় সন্তোষজনক। |
ইতিহাস: | নগুয়া এলাকাটি শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত। এই এলাকার লোকজন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল।এমতাবস্থায় বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব মো: মোজাজ্জেম হোসেন এর বাবা আলজাজ্ব আহমদ হোসেন সাহেব তার বাবার নামানুসারে হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয় নামে ১৯৭৪খ্রি: অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজনদের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের জমির পরিমান ৫ একর ৫২.৫০ শতাংশ। বর্তমানে বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থান ভাল।বর্তমানে বিদ্যালয়ের পরিবেশ, লেখাপড়ার মান ,খেলাধূলার মান ,অন্যন্য সহপাঠক্রমিক কার্যাবলী সন্তোষজনক। ১৯৯৫খ্রি: সাফ গেমসে বাংলাদেশের পতাকা উড়িয়েছিল এ্যাথলেট এ স্বর্ণ বিজয়ী এই বিদ্যালয়ের ছাত্র মাহবুবুল আলম। এছাড়া ভাররোত্তলণে ২০০৮ সনে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করে এই বিদ্যালয়ের ছাত্র মো: খোকন মিয়া।লেখাপড়া, সাহিত্য,সাংস্কৃতিক কর্মকান্ড,বির্তক, স্কাউট, রেডক্রিসেন্ট ও অন্যন্য সকল বিষয়ে অতি দক্ষতার সাথে পরিচালনা করে আসছে। |
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক ) | ৬ষ্ঠ - ক =১১৫ জন। ৭ম - ক = ৯৫ জন। ৮ম - ক =১০২ জন। ৯ম - ক =৯৯ জন। ১০ম - ক = ৯৬ জন। ৬ষ্ঠ - খ =৯৫ জন। ৭ম - খ = ৭৮ জন। ৮ম - খ =৭২ জন। ৯ম - ক =৫৫ জন। ১০ম - খ = ৩৭ জন। ৬ষ্ঠ - গ =১০৩ জন। |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য :
হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটি/২০১১খ্রি:
ক্রমিক নং | নির্বাচিত সদস্যদের নাম | ঠিকানা | ক্যাটাগরি | মন্তব্য |
০১ | আলহাজ্ব মাজহারুল ইসলাম ভূঞা | বড়বাজার ,কিশোরগঞ্জ। | সভাপতি | বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত |
০২ | মো: সফর আলী | নগুয়া,কিশোরগঞ্জ। | অভিভাবক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
০৩ | মো: এ.বি. ছিদ্দিক | নগুয়া,কিশোরগঞ্জ। | অভিভাবক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
০৪ | মো: রফিকুল ইসলাম | নগুয়া,কিশোরগঞ্জ। | অভিভাবক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
০৫ | মো: ফজলূর রহমান | নগুয়া,কিশোরগঞ্জ। | অভিভাবক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
০৬ | মোছা: বদরুন্নাহার | নগুয়া,কিশোরগঞ্জ। | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
০৭ | মো: আবদুছ ছাত্তার | হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয় | সাধারণ শিক্ষক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
০৮ | মো: আব্দুল হাই | হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয় | সাধারণ শিক্ষক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
০৯ | মীরা রাণী সাহা | হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয় | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য | নির্বাচনের মাধ্যমে নির্বাচিত |
১০ |
|
|
|
|
পাবলিক পরিক্ষার ফলাফল : | এস.এস.সি =২০০৯খ্রি: পাশের হার ৬১.৮১% ও জিপিএ ৫ = ০৪টি । জে.এস.সি =২০১০খ্রি: পাশের হার ৬১.৮১% ও জিপিএ ৫ = নাই । এস.এস.সি =২০১০খ্রি: পাশের হার ৭৮.০১% ও জিপিএ ৫ = ০১টি । জে.এস.সি = ২০১১খ্রি: পাশের হার ৬১.৮১% ও জিপিএ ৫ = ০১টি। এস.এস.সি =২০১১খ্রি: পাশের হার ৯০.৩২% ও জিপিএ ৫ = ১১টি । |
শিক্ষা বৃত্তির তথ্য: | সরকারী উপবৃত্তি ও দরিদ্র তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়া। |
অর্জন : | বর্তমানে জে.এস.সি =২০১১খ্রি: পাশের হার ৬১.৮১% ও জিপিএ ৫ =০১টি। এস.এস.সি =২০১১খ্রি: পাশের হার ৯০.৩২% ও জিপিএ ৫ = ১১টি ।১৯৯৫খ্রি: সাফ গেমসে বাংলাদেশের পতাকা উড়িয়েছিল এ্যাথলেট এ স্বর্ণ বিজয়ী এই বিদ্যালয়ের ছাত্র মাহবুবুল আলম। এছাড়া ভাররোত্তলণে ২০০৮খ্রি: জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করে এই বিদ্যালয়ের ছাত্র মো: খোকন মিয়া। |
ভবিষ্যত পরিকল্পনা : | শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে নেয়া । শ্রেণীকক্ষ সম্প্রসারণ, অডিটোরিয়াম নির্মান, আবাসিকিরণ, সীমানা প্রাচীর নির্মান, খেলার মাঠ সংস্কার ইত্যাদি। |
হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয়,কিশোরগঞ্জ
hashmat7779@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস