অত্র মাদ্রাসাটি কিশোরগঞ্জ সদর উপজেলাধীন চৌদ্দশত ইউনিয়নের অর্ন্তগত সুলতানপুর গ্রামে অবস্থিত। কম্পিউটার সহ দাখিল পর্যন্ত সহশিক্ষা একত্রে চালু আছে। মোট জমির পরিমান ১.৩৫ একর। তিন তলা ভবনসহ মোট ৫টি গৃহ আছে। খেলার মাঠ, নলকূপ, বিদ্যুৎ সংযোগসহ কম্পিউটার ল্যাব আছে। ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের জন্য মোট ০৬ টি শৌচাগার আছে।
এলাকাবাসী ও বিশিষ্ট দাতাদের সার্বিক সহায়তায় প্রতিষ্ঠাতা মাও. মো. আমিনুল হক সাহেব ০১.০১.১৯৮৬ ইং তারেখে সুলতানপুর নুরুল উলুম দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। ০১.০১.১৯৮৭ ইং তারিখে দাখিল ১০ম শ্রেণী খোলার অনুমতি পেয়ে ০১.০১.১৯৯৪ ইং তারিখে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০১.০১.১৯৯৫ ইং তারিখে এম.পি.ও ভূক্ত হয়। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি সূচারু রুপে পরিচালিত হয়ে আসছে।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য |
|
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল |
| |||||||||||||||||||||||||||
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল |
|
শিক্ষাবৃত্তির তথ্য |
|
প্রযোজ্য নয়
কারিগরিসহ আলিম শ্রেণী খোলার পরিকল্পনা আছে।
যোগাযোগ (ই-মেইল এড্রেসসহ) | সুলতানপুর নুরুল উলুম দাখিল মাদ্রাসা, ডাকঘর : চৌদ্দশত উপজেলা ও জেলা : কিশোরগঞ্জ, পোষ্টকোড : ২৩০০ ই-মেইল : snudmad@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস