সংক্ষিপ্ত বর্ণনা :- | কিশোরগঞ্জ সরকারি গুরুদয়ালকলেজটি সরকারি করণের পর মরহুম ওয়ালীনেওয়াজ খান সাহেবের একক অনুদানে ১৯৮২ সালে কিশোরগঞ্জ জেলা সদরে রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এক মনোরম পরিবেশে ছাত্র রাজনীতিমুক্ত জেলার একমাত্র সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে উ:মা: শ্রেণী, বি.এম কোর্স, ডিগ্রি (পাস) কোর্স ও ০৭ (সাত) টি বিষয়ে অনার্স কোর্সসহ বিবিএ অনার্স কোর্স চালু আছে। |
ইতিহাস :- | কিশোরগঞ্জের প্রবীন রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী মরহুম ওয়ালীনেওয়াজ খান সাহেব (তিন লক্ষ টাকা এবং কিশোরগঞ্জ পৌরসভাধীন, নিউটাউনস্থ এলাকায় তিন একর ভূমি দান করেন)। উক্ত ভূমিতে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। |
ছাত্র-ছাত্রী সংখ্যা (শ্রেণীভিত্তিক) :- | উ:মা: শ্রেণী-১৮০৯জন স্নাতক (পাস)-১০৪জন স্নাতক (সম্মান)-১৮২২জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য:- | কিশোরগঞ্জের মাননীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের মনোনীত কিশোরগঞ্জ পৌরসভার মেয়র, জনাব মোঃ মাজহারুল ইসলাম ভূঞা সভাপতিসহ ১২ (বার) সদস্য বিশিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত নিয়মিত গভর্ণিং বডি বিদ্যমান। |
শিক্ষা বৃত্তির তথ্য :- | উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে এস.এস.সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং অত্র কলেজের এইচ.এস.সি পরীক্ষায় A+ সহ ভাল ফলাফল প্রাপ্ত প্রতি বৎসর ১০/১২ জন ছাত্র-ছাত্রী সরকার প্রদত্ত বোর্ড বৃত্তি পায়। |
অর্জন :- | অত্র কলেজের ফলাফল সর্বদায় সন্তোষ জনক। ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ কোর্সের পরীক্ষায় (পরীক্ষা অনুষ্ঠিত-২০০৬) অত্র কলেজের পরীক্ষার্থী ১ম শ্রেণীতে ২য় স্থান অর্জন করে এবং ২০০৮ সালের অনার্স পরীক্ষায় (পরীক্ষা অনুষ্ঠিত -২০১০) সমাজকর্ম বিষয়ে ১ম শ্রেণীতে (১ম স্থান) অধিকার করে। তাছাড়া প্রতি বছর ইসলামী শিক্ষা ও হিসাববিজ্ঞান অনার্স বিষয়ে কয়েকজন করে ১ম শ্রেণী অর্জন করে আসছে। ইতোপূর্বে কলেজটি তিন তিনবার জেলার শ্রেষ্ঠ কলেজ বিবেচিত হয়েছে। তাছাড়া অত্র প্রতিষ্ঠানে যে সকল ছাত্র-ছাত্রী অধ্যয়ন করে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে উচ্চপদস্থ পদে কর্মরত আছেন। যেমন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে, জেলা দায়রা জজ পদে, চিকিৎসক ও প্রকৌশলী পদে কর্মরত আছেন। শিক্ষার পাশাপাশি সহ শিক্ষায় ইতোপূর্বে জেলার শ্রেষ্ঠ রোভার, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার, বিভিন্ন আঞ্চলিক মুট, জাতীয় মুট, কমডেকায় সফলতার সাথে অংশগ্রহণ । একটি রোভার ইউনিট এবং একটি গার্ল ইন রোভার ইউনিট রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী পর্যায়ে রোভার স্কাউট বিষয় অধিভূক্তি রয়েছে। বর্তমানে বি.এন.সি.সি ও রেডক্রিসেন্ট ও খোলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় সফলতা অর্জন করেছে। |
ভবিষ্যৎ পরিকল্পনা : | স্নাতকোত্তর কোর্সসহ আরও কয়েকটি বিষয়ে অনার্স খোলার পরিকল্পনা রয়েছে। |
যোগাযোগ (ইমেইল এড্রেসসহ) : | মোঃ রফিকুল ইসলাম,অধ্যক্ষ, ওয়ালীনেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ, (মোবাইল 01715-155877), Email- Walinewazkhan@yahoo.com. |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস