সংক্ষিপ্ত বর্ণনা
হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসাটিতে কামিল স্নাতকোত্তর পর্যায়ে তিনটি বিভাগ চালু রয়েছে। ১। কামিল হাদিস ২। কামিল ফিকহ ৩। কামিল তাফসির। ফাযিল স্নাতক পর্যায়ে পাস কোর্স ছাড়াও ফাযিল স্নাতক সম্মান পর্যায়ে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালূ আছে। এইচ.এস.সি সমমান আলিম পর্যায়ে দুটি বিভাগ চালু আছে-সাধারণ ও বিজ্ঞান। এস.এস.সি সমমান দাখিল পর্যায়ে তিনটি বিভাগ চালু রয়েছে-সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ।
ইতিহাস
খাবে রাসুলুল্লাহ্ (সা.) এর নির্দেশে হযরত মাওলানা সৈয়দ মোছলেহ উদ্দিন সাহেবের চেষ্টায় হয়বতনগর দেওয়ান বাড়ীর মরহুম সৈয়দ রাজী উল্লাহ্ সাহেবের বাংলাঘরে মরহুমা ছাদাবাহারের তিন টাকা দুই আনার চাটাইয়ের উপর মাওলানা আনওয়ার শাহ্ কাশমিরী (র.) এর নামে হয়বতনগর আনওয়ারুল উলুম আলীয়া মাদরাসার কাজ ১৯৩৪ খ্রি. আরম্ভ হয় এবং মরহুম সৈয়দ মাজহারুল হক সাহেবের ওয়াকফকৃত ১৭ শতাংশ জমির উপর সৈয়দ হামিদুল হক সাহেবের দেওয়া ছনের ঘরে বর্তমান জায়গায় মাদরাসা চালু করা হয় এবং ১৯৪৯ খ্রি. দরছে হাদীছ আরম্ভ হয়।
হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা, কিশোরগঞ্জ।
শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রী সংখ্যা
শ্রেণীর নাম | ছাত্র/ছাত্রী সংখ্যা |
এবতেদায়ী ১ম | ৬১ জন |
এবতেদায়ী ২য় | ৪৮ জন |
এবতেদায়ী ৩য় | ৫২ জন |
এবতেদায়ী ৪র্থ | ৫১ জন |
এবতেদায়ী ৫ম | ৫৭ জন |
দাখিল ৬ষ্ঠ | ৩৬ জন |
দাখিল ৭ম | ৩৩ জন |
দাখিল ৮ম | ৬৩ জন |
দাখিল ৯ম (সকল বিভাগ) | ৫১ জন |
দাখিল ১০ম (সকল বিভাগ) | ৩৮ জন |
আলিম ১ম বর্ষ (সকল বিভাগ) | ১৬২ জন |
আলিম ২য় বর্ষ (সকল বিভাগ) | ১১৪ জন |
ফাযিল ১ম বর্ষ | ৩৫ জন |
ফাযিল ২য় বর্ষ | ৪৬ জন |
ফাযিল ৩য় বর্ষ | ৩৫ জন |
কামিল ১ম বর্ষ (সকল বিভাগ) | ৯৪ জন |
কামিল ২য় বর্ষ (সকল বিভাগ) | ১৪১ জন |
ফাযিল অনার্স ১ম বর্ষ | ৫০ জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
ক্রমিক নং | নাম | পদবী |
০১. | জনাব মো. সিদ্দিকুর রহমান জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। | সভাপতি |
০২. | ডা. আ.ন.ম. নওশাদ খান কনসালটেন্ট, সদর হাসপাতাল, কিশোরগঞ্জ। | প্রতিষ্ঠাতা সদস্য (সহ-সভাপতি) |
০৩. | জনাব শরীফ আহমদ সাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পেৌরমহিলা কলেজ, কিশোরগঞ্জ। | সদস্য (বিদ্যোতসাহী) |
০৪. | জনাব এ.কে.এম. রুহুল আমিন খান নগুয়া, কিশোরগঞ্জ। | সদস্য (বিদ্যোতসাহী) |
০৫. | জনাব মো. আতিকুল হক কলেজ-ফিসারী লিংক রোড, কিশোরগঞ্জ। | সদস্য (দাতা) |
০৬. | জনাব মাওলানা আ. বারী অধ্যক্ষ, করিমগঞ্জ সোবহানিয়া ফাযিল মাদরাসা | সদস্য (অভিভাবক) |
০৭. | ডা. মো. আবদুল মজিদ পি.টি.আই রোড, কিশোরগঞ্জ। | সদস্য (অভিভাবক) |
০৮. | জনাব দেওয়ান ফাত্তাহ দাদ খান হয়বতনগর, কিশোরগঞ্জ। | সদস্য (অভিভাবক) |
০৯. | জনাব মো. আলী জিন্নাহ্ | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
১০. | জনাব মো. আব্দুল কুদ্দুস | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
১১. | জনাব মো. আ. রাশিদ ভূঞা | সদস্য (শিক্ষক প্রতিনিধি) |
হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা, কিশোরগঞ্জ।
পাবলিক পরীক্ষার ফলাফল
কামিল পরীক্ষা - ২০০৫ খ্রি.-২০০৯ খ্রি.।
(সকল বিভাগ)
সন | মোট পরীক্ষার্থী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | মোট কৃতকার্য | পাসের হার | মন্তব্য |
২০০৫ | ১০৬ | ১৫ | ৬৬ | ১১ | ৯২ | ৮৬.৭৯% |
|
২০০৬ | ৬৯ | ০৩ | ৫৮ | ০৩ | ৬৪ | ৯২.৭৫% |
|
২০০৭ | ১৪৫ | ৬৬ | ৭১ | ০২ | ১৩৯ | ৯৫.৮৬% |
|
২০০৮ | ০৮ | ০২ | ০৬ | - | ০৮ | ১০০% |
|
সন/শিক্ষাবর্ষ | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | F | মোট কৃতকার্য | পাসের হার | মন্তব্য |
২০০৯ ২০০৭-০৮ | ৯১ | - | ০৪ | ২৯ | ৪৫ | ১১ | - | ০২ | ৮৯ | ৯৭.৮০% |
|
ফাযিল পরীক্ষা - ২০০৬ খ্রি.-২০১০ খ্রি.।
সন | মোট পরীক্ষার্থী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | মোট কৃতকার্য | পাসের হার | মন্তব্য |
২০০৬ | ১৮ | ০২ | ০৪ | ০৪ | ১০ | ৫৫.৫৫% |
|
২০০৭ | ৪০ | ১১ | ১৩ | - | ২৪ | ৬০.০০% |
|
২০০৮ | ০৭ | ০১ | ০১ | - | ০২ | ২৮.৫৭% |
|
সন | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | F | মোট কৃতকার্য | পাসের হার | মন্তব্য |
২০০৯ | ২৫ | - | - | - | ০৪ | ২০ | ০১ | - | ২৫ | ১০০% |
|
২০১০ | ০৯ | - | - | ০২ | ০৬ | ০১ | - | - | ০৯ | ১০০% |
|
(খ)
আলিম পরীক্ষা - ২০০৭ খ্রি.-২০১১ খ্রি.।
(সকল বিভাগ)
সন | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট কৃতকার্য | পাসের হার | gšÍe¨ |
২০০৭ | ৭২ | - | ১২ | ০৩ | ১১ | ১২ | ০৩ | ৪১ | ৫৬.৯৪% |
|
২০০৮ | ৬৫ | ০৭ | ১২ | ১০ | ১২ | ১০ | ০১ | ৫২ | ৮০.০০% |
|
২০০৯ | ৮৮ | ০৪ | ১৫ | ১১ | ১৯ | ১৩ | ০৪ | ৬৬ | ৭৫.০০% |
|
২০১০ | ১০১ | ০৬ | ১৬ | ০৯ | ১৩ | ১৪ | ১৫ | ৭৩ | ৭২.২৮% |
|
২০১১ | ১২৩ | ১২ | ২০ | ১৪ | ১৩ | ২৪ | ০৬ | ৮৯ | ৭২.৩৫% |
|
দাখিল পরীক্ষা - ২০০৭ খ্রি.-২০১১ খ্রি.।
(সকল বিভাগ)
সন | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট কৃতকার্য | পাসের হার | gšÍe¨ |
২০০৭ | ২৮ | ০৪ | ০৮ | ০৫ | ০৩ | ০২ | ০১ | ২৩ | ৮২.১৪% |
|
২০০৮ | ৩২ | ০৩ | ১০ | ০৫ | ০৪ | ০৫ | - | ২৭ | ৮৪.৩৭% |
|
২০০৯ | ৩৫ | ০৮ | ১৫ | ০৬ | ০৩ | ০২ | - | ৩৪ | ৯৭.১৪% |
|
২০১০ | ৩৩ | ০৮ | ১৭ | ০৪ | ০৩ | ০১ | - | ৩৩ | ১০০.০০% |
|
২০১১ | ৪২ | ০৭ | ১৩ | ০৬ | ০৯ | ০২ | - | ৩৭ | ৮৮.১০% |
|
জেডিসি ২০১০ এ টেলেন্টপুলে ০২ জন, সাধারণ গ্রেডে ০১ জন। দাখিল ২০০৯ এ সাধারণ গেডে ০১ জন। আলিম ২০০৯ এ সাধারণ গ্রেডে ০১ জন বৃত্তিপ্রাপ্ত।
অর্জন
প্রতিষ্ঠানের কৃতিত্ব
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
শ্রেষ্ঠ শিক্ষক
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ এ শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে অত্র মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মরহুম আবুল খায়ের মো. নূরুল্লাহ্ সাহেব নির্বাচিত হন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ১৯৯৬ এ শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অত্র মাদরাসার প্রাক্তন উপাধ্যক্ষ মরহুম আবুল মনসুর মো. আব্দুস সাত্তার সাহেব নির্বাচিত হন।
খেলাধূলা
(ক) দাবা খেলায় অঞ্চল চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ।
(খ) বেডমিন্টন প্রতিযোগিতায় একাধিকবার জেলা চ্যাম্পিয়ন।
(গ) আন্ত স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় রানার্স আপ।
সংস্কৃতি
(ক) আন্ত কলেজ পর্যায়ে বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী
হয়ে অঞ্চলে অংশগ্রহণ।
(খ) ক্বেরাত, হামদ, নাত প্রতিযোগিতায় উপজেলা, জেলা, অঞ্চল, বিভাগীয় পর্যায়ে
বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত।
(গ) বিজ্ঞান ও প্রযু্ক্তি মেলা ২০১২ এ অত্র প্রতিষ্ঠান সিনিয়র গ্রুপে ২য় স্থান লাভ
করে এবং উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অর্জন করে।
শিক্ষা
প্রায় প্রতি বছরই একাধিক স্কলারশীপ, জিপিএ-৫, বোর্ডে স্ট্যান্ড করে শিক্ষার্থীদের ফলাফল অর্জন।
অতিরিক্ত যোগ্যতা
বিভিন্ন জাতীয় দিবস যেমন-বিজয় দিবস, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বিভিন্ন সময় ১ম, ২য় ও ৩য় স্থান এবং প্রদর্শনীতে পুরস্কার লাভ করে।
ভবিষ্যত পরিকল্পনা
বাংলাদেশ সরকারের যুগোপযোগী শিক্ষানীতি অনুযায়ী মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষে ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের বাংলা-ইংরেজি আগামী ২০১৩ শিক্ষাবর্ষ থেকে চালু হবে। এছাড়া সরকারের পক্ষ থেকে সাড়া পেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কমার্স কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে একটি বিষয়ে অনার্স কোর্স চালূ হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রস্তাবিত আরও চারটি বিষয়ে অনার্স কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। সরকারের চাহিদা অনুসারে মাধ্যমিক পর্যায়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।
0941-62268, 01712-536991
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস