সংক্ষিপ্ত বিদ্যালয়টি মাইজখাপন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়খাপন মৌজায় এবং আংশিক মাইজখাপন মৌজায় ১.০০ একর সমতল জায়গায় অবস্থিত। উত্তর দক্ষিনে হাফ বিল্ডিং, পুর্ব পাশ্বে সংলগ্ন খেলার মাঠসহ চারিপাশ্বে মেহগনি অন্যান্য গাছ গাছরায় সবুজ সমারুহ। তার পুর্ব পার্শ্বে ভৈরব ময়মনসিংহ রেল লাইন, অল্প উত্তরে নীলগঞ্জ রেলওয়ে স্টেশন।
ইতিহাস দরিদ্র এলাকায় নারী শিক্ষার প্রয়োজনে এলাকা বাসীর প্রচেষ্টায় মরহুম ছামাদ সাহেবের বড় সন্তান প্রতিষ্টাতা মরহুম আলী আমজাদের সার্বিক তত্ত্বাবধায়ন লন্ডন প্রবাসী মরহুম আলী আজগর সাহেবের অর্থানুকুলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
১০ জন।
১। জনাব দিলরুবা বেগম- সভাপতি,
২। জনাব মুহম্মদ ফেরদৌস - শিক্ষক প্রতিনিধি,
৩। জনাব সুরাইয়া বেগম- শিক্ষক প্রতিনিধি,
৪। জনাব শামছুন্নাহার- সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি,
৫। জনাব মোঃ আঃ আলী- অভিভাবক সদস্য,
৬। জনাব মোঃ কামরুজ্জামান- অভিভাবক সদস্য,
৭। জনাব মোঃ নজরুল ইসলাম- অভিভাবক সদস্য,
৮। জনাব ফারুক মিয়া- অভিভাবক সদস্য,
৯। জনাব আবুল কালাম আজাদ- কো-অপ্ট সদস্য,
১০। প্রধান শিক্ষক মোঃ ছফির উদ্দিন- সদস্য সচিব।
বিগত ০৫ বছরের সমাপনী জেএসসিঃ ২০১০-৮০%, ২০১১-৫৯.৩৭%।
পাবলিক পরীক্ষার ফলাফল এসএসসিঃ ২০০৭-১০০%, ২০০৮-৬৩.৬৪%, ২০০৯-৭৫%, ২০১০-৭১.৪৬%, ২০১১-৬৬.৬৬%
নাই
২০০৭ সালে এসএসসি পরীক্ষার ফলাফল ১০০%
ভবিষ্যত পরিকল্পনা শিক্ষার মান উন্নয়নসহ কলেজে রুপান্তরিত করা।
রেলষ্টেশন নীলগঞ্জ- কিশোরগঞ্জ ।
EMAIL: ReziaSamadGirlshighSchool@Yahoo.Com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস