২. সংক্ষিপ্ত বর্ণনাঃবিদ্যালয়টি কিশোরগঞ্জ সদর উপজেলার ১১নং দানাপাটুলী ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিয়ারকান্দা গ্রামে সিংগুয়া নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয় ভবন টি পশ্চিম মুখী ও পাকা এবং বন্যা আশ্রয় কেন্দ্র হিসাবে উপযোগী। বিদ্যালয়ের মোট কক্ষ সংখ্যা ০৩ টি, জমির পরিমাণ ৫৭ শতাংশ, টয়লেট ২টি, টিউবওয়েল ১টি (ব্যবহারে অনুপযোগী)।
৪. ইতিহাসঃসুশিক্ষার আলোকে গ্রামের কোমলমতি শিশুদের জীবন কে আলোকিত ও তাদের উজ্জল ভবিষ্যত গঠনে সূদৃঢ় প্রত্যয় নিয়ে বিশিষ্ট সমাজ সেবক ও স্থান দাতা মোঃ নাজিম উদ্দিন এবং সর্বজন শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ আব্দুল হক সাহেবের উদার, আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ খ্রিঃ বিদ্যালয়টির বর্তমান মনোরম পরিবেশে স্থানান্তরিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ হয় অর্থাৎ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়। বিভিন্ন সময়ে নানা প্রতিকুলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও বিদ্যালয়টির সম্মান ও ঐতিহ্য এতটুকুও ম্লান হয়নি।
৯. বর্তমান পরিচালনা কমিটিঃ
১২ সদস্য বিশিষ্ট বর্তমান পরিচালনা কমিটির সভাপতির নাম- জনাব এস.এম. ফখর উদ্দিন, সহঃ সভাপতির নাম- জনাব মোঃ মহরম আলী। অত্র কমিটিতে মোট মহিলা সদস্যদের সংখ্যা ৪ জন। প্রতিমাসেই কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
১২. অর্জনঃ
অত্র বিদ্যালয়টি ২০০৭ সালে কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছিল। আর ক্রীড়া ক্ষেত্রে অত্র বিদ্যালয়ের সাফল্য অনেক। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১১ সালে ইউনিয়ন পর্যায়ে রানার আপ হয়। আর ২০১২ সালে জাতীয় স্কুল (প্রাথমিক) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে ১৬ টি এবং উপজেলা পর্যায়ে ৩টি পুরষ্কার লাভ করে।
১৩. ভবিষ্যত পরিকল্পনাঃ
১. শতভাগ পাসের ধারা অব্যাহত রাখা।
২. বিদ্যালয়টিকে ‘’এ’’গ্রেডে উন্নীত করা।
৩. এক শিফ্ট বিশিষ্ট বিদ্যালয়ে পরিনত করা।
৪. মডেল বিদ্যালয়ে পরিনত করা।
১৪. যোগাযোগঃ
এস.এম.সির সভাপতি - এস.এম. ফখর উদ্দিন- মোবাইল - ০১৭২৮৯২৮২৬২
প্রধান শিক্ষক- মোঃ ওসমান গণি-মোবাইল - ০১৭১০৯৭৬৩৪৩
কালিয়ারকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোঃ মাথিয়া, উপজেলাঃ কিশোরগঞ্জ, জেলাঃ কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস