সংক্ষিপ্ত বণর্না | প্রতিষ্ঠানের এলাকা- বত্রিশ, কিশোরগঞ্জ। প্রতিষ্ঠার তারিখ- ২৭/১১/১৯৮৬ ১ম স্বীকৃতি- জুনিয়র স্কুল- ০১/০১/১৯৮৭ উচ্চ বিদ্যালয়-০১/০১/১৯৮৯ প্রকার- বেসরকারী, ৬ষ্ঠ-১০ম জমির পরিমান- ১.১০ একর অবকাঠামো- প্রশাসিনক ভবন- ১টি(দু'তলা), একাডেমিক ভবন- ২টি (দু'তলা),
|
ইতিহাস | কিশোরগঞ্জ জেলার সবেচেয় জনবহুল এবং অনগ্রসর এলাকা ছির বত্রিশ। মরাখলা ও পতিতালেয়র কারণে এ এলকাটি ছিল সবচেয়ে অবহেলিত এক জনপদ। শিক্ষা বিশেষ করে নারী শিক্ষার আলো প্রবেশ করেনি এলাকাটিতে। নারী শিক্ষাকে সম্প্রসারিত ও উৎসাহিত করার জন্য এলকার ব্যিক্তিবর্গ, বড় বাজারের ব্যবসায়ীবৃন্ধ এবং জেলাপ্রশাসনের সক্রিয় সহেযাগিতায় ১৯৮৬ সনের ২৮ নভেম্বর বিদ্যালয়টি কিশোরগঞ্জ শহরের দক্ষিনপ্রান্তে বত্রিশে প্রতিষ্ঠিত হয়। ৮৫ শতাংশ জমি বিদ্যালয় সংশ্লিষ্ঠ জনগনের চাদার টাকায় ক্রয়কৃত এবং ২৫ শতাংশ জমি কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যাবসায়ী জনাব আবু তাহের মিয়া কর্তৃক দানকৃত। মোট জমি ১.১০ একর। কিশোরগঞ্জ মহকুমা থেকে জেলায় পরিণিত হওয়ার সময়টিকে স্মরণে রাখার জন্য বিদ্যালয়টির নামকরন করা হয় জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়। |
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৯১৮ জন |
ছাত্র-ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) | ষষ্ট শ্রেণী- ছাত্রী- ২৬০ জন, সপ্তম শ্রেণী- ছাত্রী- ১৫৪ জন, অষ্টম শ্রেণী- ছাত্রী- ১৭৬ জন, নবম শ্রেণী- ছাত্রী- ১৬০ জন, দশম শ্রেণী- ছাত্রী- ৯৬ জন, নবম (ভোক) ছাত্রী- ৪২ জন, দশম (ভোক) ছাত্রী- ৩০ জন,
সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:
২০২৫-০৩-২৭ ১৩:৪৬:৩৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস |