২৪/০৮/১৯৯৮ইং তারিখে ৭৮৮১ কোডে পাঠেদানের অনুমতি পায়। ১/৭/২০০০ইং স্বীকতি পেয়ে ২০০২সনে এমপিওভুক্ত হয়। এইচএসসি পর্যায়ে ব্যবসায়ে মেনেজম্যান্ট(বিএম)শাখায়। কম্পিউটার, সেক্রোরিয়েল সাইন্স, কারিগরি শিক্ষা খোলা হয়। ২২/৮/২০০২ইং কোড ৫৯০২২। এমপিও ভুক্ত হয়নি। ডিগ্রি পাস বি.এ, বি এস এস মানবিক জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অন্তরভুক্ত হয় ২৭/৩/২০১১ ইং কোড ৪৯২৩। কারিগরি শিক্ষা বোর্ডে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়।
১৯৯৮ইং সালে জসিম উদ্দিন সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এবং উদ্বোধন করেন মাননীয় স্পীকার আঃ হামিদ সাহেব।
১। জনাব আতাউর রহমান এডভোকেট- সভাপতি,
২। জনাবপ্রঃ কৌঃ জসিম উদ্দিন- প্রতিষ্ঠাতা সদস্য,
৩। জনাব এডভোকেট আবুল হাশেম- দাতা সদস্য,
৪। জনাব মতিউর রহমান-সদস্য,
৫। জনাব গিয়াস উদ্দিন- সদস্য,
৬। জনাব মোঃ এক এম খাইরুল ইসলাম- সদস্য,
৭। জনাব মোঃ কামাল উদ্দিন- সদস্য,
৮। জনাব আঃ কদ্দুছ(অবঃ)- অভিভাবক সদস্য,
৯। জনাব আঃ কদ্দুছ- অভিভাবক সদস্য,
১০। জনাব জসিম উদ্দিন -অভিভাবক,
১১। আসলাম আবুল উলায়ী,শিক্ষক প্রতিনিধি সদস্য।
১২। জনাব তনয় কুমার ভৌমিক ঐ,
১৩। জাহাঙ্গীর পারভেজ- ঐ,
১৪। গুলশান আরা বেগম-অধ্যক্ষ সদস্য সচিব।
আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায বিভিন্ন সময়ে অংশ গ্রহন করে সম্মন ও কৃতিত্বের সহিত পুরস্কৃত হয়েছে।
কম্পিউটার ল্যাব স্থাপন, সীমানা প্রাচীর তৈরী, জেনারেটর স্থাপন, অনার্স কোস চালু, হোষ্টেল নির্মান, ফটোকপি মেশিন ক্রয়সহ ইত্যাদি।
কালটিয়া, কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস