Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিশোরগঞ্জ সদর উপজেলার পটভূমি

ইতিহাসখ্যাত বীর বারভূঞা প্রধান মসনদে আলা ঈশা খা, বাংলা সাহিত্যের আদি মহিলা কবি চন্দ্রাবতী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও সাহিত্যিক নিরোদ সি. চেৌধুরী সহ অসংখ্য কীর্তিমান পুরুষ ও মহিলার স্মৃতিধন্য জন্মভূমি এ কিশোরগঞ্জ। উনবিংশ শতাব্দীর প্রথমভাবে কিশোরগঞ্জ নামকরণ হয়েছে। বিখ্যাত প্রামানিক পরিবারের প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস প্রামানিকের ৬ষ্ঠপুত্র ব্রজ কিশোর প্রামানিক নরসুন্দা নদীর দুই তীরে ‍’’গঞ্জ” প্রতিষ্ঠা করেন। ব্রজকিশোর প্রামানিকের ‘কিশোর’ এবং তার প্রতিষ্ঠিত ‘গঞ্জ’ এ দুইয়ের সমন্বয়ে জনপদের নাম কিশোরগঞ্জ । অনুসন্ধানে জানা যায়, ১৮৪৫খ্রি: থেকে ১৮৬০ খ্রি: এ ১৫ বৎসরেরযে কোন এক সময় কিশোরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়েছিল। অত:পর ১৯৮৪ সালে উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে।